Homeখেলাধুলালিভারপুলকে আটকে দিল এভারটন

লিভারপুলকে আটকে দিল এভারটন

হাতে ম্যাচ বাকি নয়টি, চ্যাম্পিয়ন হতে পয়েন্ট দরকার মাত্র ছয়। সহজ সমীকরণ মাথায় নিয়েই করোনা বিরতির পর ফের মাঠে নেমেছিল লিভারপুল। কিন্তু প্রথম ম্যাচের ফলাফল তাদের পক্ষে আসেনি। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।

এতে অবশ্য ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের তেমন কোন ক্ষতি হয়নি। কেননা এখনও বাকি থাকা আট ম্যাচের মধ্যে স্রেফ ৫ পয়েন্ট পেলেই হবে লিভারপুলের। অর্থাৎ যেকোন দুটি ম্যাচ জিতলেই অধরা লিগ শিরোপা যাবে লিভারপুলের ট্রফি কেবিনেটে।

রোববার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে লিভারপুলের নতুন যাত্রা। ম্যাচের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করেছে অলরেডরা। কিন্তু কাজের কাজ গোল আর করা হয়নি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে চেলসি। দলের জয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং অলিভার জিরুড। অ্যাস্টনের পক্ষে একমাত্র গোলটি কোর্টনি হাউসের।

লিগের ৩০ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সমান ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান চতুর্থ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments