Homeজেলা সংবাদকোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইপসার খাদ্য সামগ্রী বিতরণ

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইপসার খাদ্য সামগ্রী বিতরণ

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার বাস্তবায়নে ” চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ (ইপসা-সিভিক) প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন ও খুরুশকুল ইউনিয়নে করোনা কোভিড-১৯ মহামারী ও বিগত কদিনের প্রবল বর্ষণে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় যুব গ্রুপ/ফোরাম ও ক্লাব/সমিতির সদস্যদের মাঝে দাতা সংস্থা জিসিইআরএফ এ সহযোগিতায় ইপসার বাস্তবায়নে গতকাল সকাল দশটায় ঝিলংজা ইউনিয়ন এবং আজ সকাল দশটায় খুরুশকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে খাদ্য সামগ্রী (১৫ কেজি চাল,২ কেজি ডাল, ২ কেজি তেল, ৫ কেজি আলু,২ কেজি পেয়াজ,২ কেজি চিনি) বিতরন করা হয়। তাছাড়া কোভিড-১৯ মহামারী পরিস্থিতি থেকে সুরক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ভিত্তিক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব টিপু সুলতান চৌধুরী, ইপসার প্রোগ্রাম ম্যানেজার মোঃ হারুন, উপজেলা ম্যানেজার আবিদুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর জিটু বড়ুয়া, সায়লা মোস্তাফা, ঝিলংজা ইউনিয়ন যুব ফোরাম সভাপতি মোঃ মুছা, কিশোর কল্যাণ সোসাইটি সভাপতি রশিদুল হক, সাধারণ সম্পাদক ওসমান মাহমুদ শাকিব, সবেমিলে গড়ি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ম্যানেজার মোঃ ইদ্রিস, খুরুশকুল ইউনিয়নের সদস্য মোঃ সোহেল, ইউনিয়ন যুব ফোরাম সভাপতি মোবারক হোসেন, সভাপতি রুবি রুদ্র, ম্যানেজার অর্চনা দে, খুরুশকুল সুখের ঠিকানা মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ, পাপিয়াদে ম্যানেজার, খুরুশকুল উপমা মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এখানে উল্লেখ্য যে, একি প্রকল্পের অধীনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপেজেলাতে খাদ্য সামগ্রী ও করোনা মোকাবিলায় বিভিন্ন সচেতনতা কার্যক্রম লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments