Homeআইন ও অপরাধপাবনা সাঁথিয়া স্বামীর পরকীয়া জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা

পাবনা সাঁথিয়া স্বামীর পরকীয়া জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা


এস এম আলম,পাবনা প্রতিনিধিঃ পাবনা সাঁথিয়া করমজা স্বামীর পরকীয়া জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে স্বামী রাকিবুল ইসলাম (২৪)। নিখোঁজের ২ দিন পর আজ শনিবার সকালে সাথিয়ার পাড় করোমজা এলাকায় একটি ডোবার কচুরিপানার নিচের থেকে নিহত কানিছ ফাতেমার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কানিছ ফাতেমার বেড়া পৌর এলাকার মোঃ আব্দুল কাদের মেয়ে।


পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনা সতত্যা নিশ্চিত করে জানান, দুই বছর আগে রফিকুলের সাথে বিয়ে হয় কানিছ ফাতেমার। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। গত ২ দিন আগে ঈদের রাতে কানিছকে তার বাড়ি থেকে কৌশলে সাথিয়ার করমজা এলাকায় ডেকে নিয়ে যায় রাকিবুল। পরে সে কানিজকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর একটি ডোবায় ফেলে পালিয়ে যায়।পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। পরবর্তীতে পুলিশ স্বামী রাকিবুলকে (পিতা: সাচ্চু শেখ, উপজেলা:সাথিয়া; গ্রাম:ফেজগ্রাম) আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যা’র ঘটনা শিকার করে। এই ঘটনায় বেড়া থানা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ।

আসামী স্বামী রাকিবুল ইসলাম (২৪) (পিতা: সাচ্চু শেখ, উপজেলা:সাথিয়া; গ্রাম:ফেজগ্রাম)


কানিছ’র ভাই ফরিদ জানান, এক বছর আগে রাকিবুলের সাথে বিয়ে হয় কানিজের। বিয়ের সময় সাড়ে ৫লাখ টাকা যৌতুক নেয় রফিকুলের পরিবার। বিয়ের পড়েও বিভিন্ন সময় টাকার জন্য নির্যাতন করতো রফিকুলের পরিবার। এছাড়াও তার অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এই কারণে আমার বোন কে হত্যা করেছে। আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন নিহত কানিজ ফাতেমার পরিবার ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments