
আমাদের দেশ
আফিফা তাসনিম জাহান (ষষ্ঠ শ্রেণি)
আমাদের দেশ
প্রকৃতিতে ভরিয়ে আছে বেশ
আম,জাম খাবে কত
গাছে ফলে শত শত
কৃষকের মুখের হাসি
বলে, বাংলাদেশকেই ভালবাসি।
আমাদের দেশের নাম বাংলাদেশ
গৌরবতার হয়না কোনো শেষ,
দুনিয়ার সব দেশকে পিছু ফেলে
বাংলাদেশই আগে যাবে ঠেলে ঠেলে ।
বাংলাদেশের মায়ের মুখের হাসি
সন্তানকে করে বেশি খুশি
বাংলাদেশের মানুষ নানা প্রকার
একজন করে আরেকজনের উপকার
বাংলেদেশ গৌরবতার দেশ
এই গৌরব হবে না কোনো দিন শেষ ।
বাংলাদেশে আছে নানা ধর্ম
ভিন্ন তাদের একেক জনের কর্ম ।
যতই ভিন্ন হোক ভালবাসা
আছে সবারি মনের একটা আশা,
যতই ভিন্ন হোক সবকিছু
তবুও তারা নেয় বাংলার পিছু
আমাদের দেশের নাম বাংলাদেশ
কোনোদিন হবেনা কোনো কিছু শেষ ।