রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জেতার পর সাবেক কোচ হোসে মরিনহো নিজেকে ঘোষণা করেছিলেন, ‘স্পেশাল ওয়ান’ বলে। সেই রিয়ালের হয়ে জিনেদিন জিদান জিতলেন অনেক শিরোপা। দুটি লা লিগার সঙ্গে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অন্যগুলো তো রয়েছেই।
এবারের লা লিগা শিরোপা দিয়ে রিয়ালের হয়ে মোট ১১টি শিরোপা জিতলেন জিদান। স্পেশাল ওয়ান ট্যাগ নিয়ে তার কাছে জানতে চাইলে জিদান বলেন, আমি তেমনটা (স্পেশাল ওয়ান) মনে করি না। আমি শুধু এই ক্লাবে এই খেলোয়াড়দের সঙ্গে প্রতিটি দিন কাটাতে ভালোবাসি। এই ক্লাবের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এ কারণেই প্রতিটি দিন আমি উপভোগ করি।’
এক সময় সব কিছুই শেষ হয়ে যাবে। তার আগে যে সময়টা পাওয়া যায় সেটাকে উপভোগ করতে চান জিদান। তিনি বলেন, ‘একদিন তো সব শেষ হয়ে যাবে। এর আগেও ঘটেছিল এমন ঘটনা। কিন্তু এখনকার সময়টাই সত্যি। এ কারণেই আমি উপভোগ করি এবং এর মধ্যেই থাকতে চাই।’
২০১৬-১৭ মৌসুমের পর এবার প্রথম লা লিগা জিতলো রিয়াল মাদ্রিদ। সেবার ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্ব দিয়েছিলেন রিয়ালকে শিরোপা জয়ে। জিদান মনে করেন, সব সাফল্যই পুরো দলের প্রাপ্য। দলীয় প্রচেষ্টাতেই এসেছে এই সাফল্য। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতিটি শিরোপাই দলের মেধার কারণেই এসেছে। এই সময়ে যে সব খেলোয়াড় দলে ছিল সবার চেষ্টাতেই। আমি একজনকে আলাদা করে অন্যদের পিছিয়ে দিতে চাই না।’