Homeজেলা সংবাদপাবনায় আরটি পিসিআর ল্যাব এর উদ্ধোধন

পাবনায় আরটি পিসিআর ল্যাব এর উদ্ধোধন


এস এম আলম, ২৮ জুলাই : পাবনায় আরটি পিসিআর ল্যাব এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা মেডিকেল কলেজে অবস্থিত এ ল্যাবটির উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: মো: বুলবুল হাসান এর সভাপতিত্বে উদ্বোধন কালে বক্তব্য দেন, পাবনা-সিরাজগঞ্জ সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,পুলিশ সুপার মুহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম । সিভিল সার্জন ড. মনিসর চৌধুরীর বক্তব্যে বলেন , পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিঞা, পাবনা ফাউন্ডেশন এর সভাপতি ও দুদক কমিশনার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু ,পাবনা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রেল সচিব সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর,পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা ফাউন্ডেশন এর সহ সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ডা. মনোয়ারুল আজিজ, ডা. তাহসিন আজিজ, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. আব্দুল বাতেন, পাবনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহিন ফেরদৌস শানু, ডা. রুমি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ডাক্তারবৃন্দ। পাবনা মেডিকেল কলেজ সুত্র জানায়,এই পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল বৃদ্ধি করা হলে আরো বেশি নমুনা পরীক্ষা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments