লাদাখের ২০জন ভারতীয় সেনা নিহত হওয়ার জের ধরে ভারজুড়ে ট্রেন্ড হয়ে গিয়েছিল, বয়কট চীনা পণ্য। তারই জের ধরে জোরালো দাবি উঠেছিল, আইপিএল থেকেও যেন বাদ দেয়া হয় চীনা মোবাইল কোম্পানি ভিভোকে। রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ভিভোই থাকবে তাদের স্পন্সর। এই ঘোষণার পর ভারতে শুরু হয়ে যায় তুমুল আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশ ট্যাগ দিয়ে বয়কট আইপিএল আন্দোলনের ঢেউ উঠে গেছে।
শুধুমাত্র চলতি বছরই তারা আইপিএলে স্পন্সর করবে না। চুক্তি অনুযায়ী আগামী বছর স্পন্সর করার কথা জানিয়েছে ভিভো। ভিভো সরে যাওয়ার কারণে এবার নতুন স্পন্সর খুঁজে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শিগগিরই এ বছরের ইপিএলের জন্য নতুন স্পনসরের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিসিআই। আইপিএলের অন্যতম একটি ফ্রাঞ্চাইজি এরই মধ্যে চীনা স্পন্সর হারিয়ে নিজেদের খরচ নির্বাহের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যুদ্ধ শুরু করেছে। এবার সেই ফ্রাঞ্চাইজির সঙ্গে আরও ৭টি ফ্রাঞ্চাইজিও দারুণ দুশ্চিন্তায় পড়ে গেলো।