
পাবনা পৌর এলাকায় ৫টি পুলিশ বিট কার্যালয় উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম
এস এম আলম, ২০ আগস্ট : আইন শৃংখলা রক্ষায় পুলিশী কার্যক্রমকে আরো জোড়দার করার লক্ষে পাবনা পৌর এলাকায় ৫টি পুলিশ বিট কার্যালয় খোলা হয়েছে। সকালে পৌর এলাকার ছাতিয়ানী বটতলা বিটে এসব কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম।

এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পৌর আওয়ামলীগের নেতৃবৃন্দ ,পৌরসভার ১৩, ১৪, ১৫ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।