Homeজেলা সংবাদপাবনায় মানবিক সেবার অনন্য দৃষ্টান্ন স্থাপন করেছে সৈয়দ ফজলুর রহমান, মমতাজ বেগম...

পাবনায় মানবিক সেবার অনন্য দৃষ্টান্ন স্থাপন করেছে সৈয়দ ফজলুর রহমান, মমতাজ বেগম ও সৈয়দ মুন্তাজ আলী দু:স্থ কল্যাণ ট্রাষ্ট


এস এম আলম, পাবনা ২৫ আগষ্ট: পাবনায় মানবিক সেবার অনন্য দৃষ্টান্ন স্থাপন করেছেন পাবনা পুলিশ প্রশাসন, স্থানীয় সৈয়দ ফজলুর রহমান, মমতাজ বেগম ও সৈয়দ মুন্তাজ আলী দু:স্থ কল্যাণ ট্রাষ্ট গতকাল সোমবার বেলা ১২ টার দিকে সরজমিনে পাবনা থানার এ.এস.আই আনিসুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড়মাস যাবত ধরে একজন অজ্ঞাত বৃদ্ধ মহিলা পাবনা-ঈশ্বরদী মহাসড়কে ০৬ কিলোমিটার স্থানে (বড়ব্রীজ সংলগ্ন) রাস্তার ধারে ঝুঁকিপন্ন অবস্থায় অবস্থান করছে। মহিলাটির আনুমানিক বয়স ৮০ বছর। সে কোন কথা বলতে না পারায় তার নাম ঠিকানা জানা সম্ভব হয় নি। অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে মহিলার অবস্থান দেখে প্রথমে তাকে সাহায্যের হাত বাড়ান সৈয়দ ফজলুর রহমান , মমতাজ বেগম এবং সৈয়দ মুন্তাজ আলী দু:স্থ কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুন্তাজ আলী। পরবর্তীতে সংবাদ পেয়ে পাবনা পুলিশ প্রশাসন, এবং সৈয়দ ফজলুর রহমান , মমতাজ বেগম এবং সৈয়দ মুন্তাজ আলী দু:স্থ কল্যাণ ট্রাষ্ট ও এলাকাবানী তার সাহায্যে এগিয়ে আসে। এই ট্রাষ্টের পরিচালক সৈয়দ মুন্তাজ আলী গত ১৭ আগষ্ট থেকে প্রতিদিন সকাল এবং বিকালে দুইবেলা ভাত, ডিম, কলা, রুটি খাইয়ে মহিলার জীবন রক্ষার্থে সহায়তা করে আসছেন। কল্যাণ ট্রাষ্টের উদ্যেগে মহিলাটি যেখানে অবস্থান নিয়েছেন সেখানে বাঁশ/খুঁটি দিয়ে উপরে ছামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টির পানি যেন তার শরীরে না পরে। পরে পাবনা সদর কোর্ট এর জি .আর .ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর সহায়তায় বৃদ্ধ মহিলা কে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments