Homeফিচার সংবাদবাংলাদেশের ভিডিও ভারতের নামে চালিয়ে বিপাকে কানাডিয়ান লেখক

বাংলাদেশের ভিডিও ভারতের নামে চালিয়ে বিপাকে কানাডিয়ান লেখক

এটা করাচি, কাশ্মীর কিংবা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে’। বাংলাদেশের ৩ বছরের পুরনো ভিডিও কলকাতার বলে টুইট করে বিপাকে পড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান লেখক তারেক ফাতাহ।

কাতারে কাতারে মুসলিম ধর্মাবলম্বী বাংলাদেশের রাজপথজুড়ে হেঁটে চলেছেন। বাজছে ‘ইসলাম জিন্দাবাদ’ নামে একটি গান, সবাই তাতে গলা মেলাচ্ছেন। বাংলাদেশের এই মিয়ানমারবিরোধী মিছিলের ভিডিও কলকাতার বলে পোস্ট করলেন তারেক ফাতাহ। পরে অবশ্য সেটি মুছে দিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছিলেন, ‘এটা করাচি, কাশ্মীর বা কেরালা নয়, ইসলাম জিন্দাবাদের এই আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে’।

ইতোমধ্যে কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়া এবং সাম্প্রদায়িক হিংসা জড়িত টুইটের স্ক্রিনশট পোস্ট করে পাল্টা টুইট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘বাংলাদেশের এই ভিডিওটি কলকাতার বলে মিথ্যা প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়েছে’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments