২০০৪ সালের ১২ জুন তারিখটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি দিন। সেদিন উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্রিসের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।সেদিনের ১৭ বছরের মাথায় ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখটিও হয়ে থাকল অন্যরকম মাহাত্ম্যপূর্ণ। কেননা এদিন উয়েফা নেশনস লিগের ম্যাচে সুইডেনের বিপক্ষে রোনালদো করেছেন আন্তর্জাতিক মঞ্চে নিজের ১০০তম গোল। আন্তর্জাতিক ফুটবলে যা করতে পেরেছেন আর মাত্র একজন ফুটবলার।মঙ্গলবার রাতে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পথে ইরানের আলি দাইয়ের (১০৯ গোল) পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গোলের সেঞ্চুরি করেছেন রোনালদো। আলি দাইয়ের চেয়ে আর মাত্র ৮ গোলে পিছিয়ে তিনি। চলতি নেশনস লিগেই যা ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে রোনালদোর।