এস এম আলম,২৮ এপ্রিলঃ বিনা খরচে আইনী সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে নিশ্চয়তা” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। এ উপলক্ষে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গন থেকে বের হয় একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালী। সিনিয়র জেলা ও দায়রা জজ শামীম আহমেদের নেতেৃত্বে র্যালীতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বিশেষ জজ আহসান তারিক,নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিডিশয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, শ্যাম সুন্দর রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নী, যুগ্ম জেলা ও দায়রা জজ মো: জাহাঙ্গীর হোসেন, মো: একরামুল কবির,মো: আব্দুল্লাহ আল আমিন ভুইয়া, সুকান্ত সাহা , জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাসুদ খন্দকার ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট তৌফিক ঈমাম খান সহ বিচারকরা।। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ শামীম আহমেদের সভাপতিত্বে কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা, জানান, গত ৯ বছরে পাবনায় প্রায় ৭ হাজার অসহায় মানুষকে বিনামুল্যে আইনী সহায়তা দেয়া হয়েছে।
পাবনায় ’’জাতীয় আইন সহায়তা দিবস’’ পালন
RELATED ARTICLES