Homeআইন ও অপরাধপাবনার এক যুবকের মুখ ও পা বাধা মরদেহ উদ্ধার!

পাবনার এক যুবকের মুখ ও পা বাধা মরদেহ উদ্ধার!

পাবনার সাঁথিয়ায় ট্রাকের কেবিনের ভেতর থেকে আল আমীন হোসেন (২০) নামে এক যুবকের মুখ ও পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ট্রাক

মঙ্গলবার রাতে সাথিয়া উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছ থেকে মরেদহটি উদ্ধার করা হয়। মৃত আল আমীন সিরাজগঞ্জ সদর উপজেলার সুরুজ আলীর ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে একটি ট্রাক সোমবার থেকে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন ট্রাকটি নষ্ট।

মঙ্গলবারও ট্রাকটি সেখানে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। তারা ট্রাকের চালকের আসনের পেছনে কেবিনের ভেতরে উঁকি দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় যুবকের পা বাধা ও মুখে কাপড় গুজানো ছিল।

ওসি আসিফ মোহাম্মদ জানান, মৃত যুবক আল আমীন ট্রাকের হেলপার হতে পারে। তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments