এস এম আলম, ২৮ ডিসেম্বর : স্কুল শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার মুল ধারায় ফিরিয়ে আনার লক্ষে পাবনায় শুরু হয়েছে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। সকালে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ সংক্রান্ত এক অবহিতকরন কর্মশালায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এনডিসি পরিচালক (যুগ্ম সচিব) (প্রশাসন অর্থ ও বাস্তবায়ন) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঢাকা মু. নুরুজ্জামান শরীফ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, উপপরিচালক স্থানীয় সরকার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জালালুম বাঈদ, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, নির্বাহী পরিচালক দিগন্ত সমাজ কল্যাণ সমিতি শামসুন নাহার মুক্তা, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, সুপারিনটেনডেন্ট পিটিআই ফরিদ উদ্দীন হায়দার, উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর রাশেদুল কবীর। এ কার্যক্রমের আওতায় জেলার ৪৯০টি শিক্ষা কেন্দ্রে সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ১২০ টাকা করে উপ-বৃত্তি ও বিনামুল্যে শিক্ষা উপকরন সহ প্রাথমিক শিক্ষা।


