এস এম আলম, ২৮ ডিসেম্বর: পাবনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে পাবনা জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা। সভায় আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক আজহার হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, উপপরিচালক স্থানীয় সরকার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান হামিদ মাস্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’-এর প্রকাশক ও দৈনিক দেশবার্তা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুবুল আলম, দৈনিক বিবৃতির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, এডভোকেট আলম সহ সাংবাদিকবৃন্দ।
পাবনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে পাবনা জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা
RELATED ARTICLES