
পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন
এস এম আলম, ২৬ সেপ্টেম্বর : পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অভিযোগ প্রত্যাখ্যান করে দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক এস এম কামাল হোসেন বলেন , হাবিব নির্বাচনের নামে বানিজ্য এবং নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার জন্য এ নির্বাচনে অংশ নিয়েছেন। জেতার জন্য নয়।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু,স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়র স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি,পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল , বাংলাদেশ জাতীয় সংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার,পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ মোশারফফ হোসেন জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ সহ নেতৃবৃন্দ।