এস এম আলম, ১১ এপ্রিল ; পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে বিক্রেতাদের জন্য আকর্ষনীয় শাড়ী বিক্রয়ে ব্যাস্ত পাবনা হ্যাপি শাড়ী এন্ড লুঙ্গী ঘর । এবারের ঈদ উল ফিতরকে সামনে রেখে কালারফুল জামদানী শাড়ী, রাজশাহী সিল্ক, ডিজাইনার শাড়ী , দেশি ও বিদেশি শাড়ী এবং লুঙ্গি সহ আরও বিভিন্ন উৎকৃষ্ট পণ্য বিক্রয় করছে প্রতিষ্ঠানটি।
ছবিটি পাবনা নিউ মার্কেট এলাকা সংলগ্ন হ্যাপি শাড়ী এন্ড লুঙ্গী ঘর থেকে তোলা ।