এস এম আলম, ২৮ আগস্ট: করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত প্রায় ৫ লক্ষ অভিবাসীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব শ্রমিকদের নিবন্ধনের মাধ্যমে পুন:একত্রিকরন, আর্থিক প্রনোদনা, বৃত্তিমুলক প্রশিক্ষন, দেশে ও বিদেশে কর্মসাংস্থানের লক্ষে নেয়া হয়েছে নানা উদ্যোগ। সকালে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে একথা জানান বক্তারা। জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মুশাররাত জেবীন। বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আখলাখ-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, পাবনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো: মোকছেদুল আলম সহ সাংবাদিক ও বিদেশ ফেরত অভিবাসীগণ। পরে ৫৮ জন প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।
করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত প্রায় ৫ লক্ষ অভিবাসীকে পুনর্বাসনের উদ্যোগ
RELATED ARTICLES