Homeজেলা সংবাদপাবনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

পাবনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

এস এম আলম, ১৮ সেপ্টেম্বর: পাবনার ঈশ্বরদীর লক্ষিকুন্ডায় ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা রহস্য উদঘাটন ও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ১৭ জুন রাতে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন মনা। এ ঘটনায় পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পাবনায় ৭টি চোরাই ইজিবাইক সহ আন্ত:জেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলার জালালপুরে একটি ইজিবাইক ভাড়া নিয়ে কৌশলে সেটি চুরি করে চোর চক্র। এ মামলার সূত্র ধরে, গত রোববার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক সহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে। সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডি এম হাসিবুল বেনজীর সহ উর্ধ্বতন পুলিশের কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments