Homeখেলাধুলাবিশ্বকাপের দল ঘোষণা বর্তমান চ্যাম্পিয়নদের

বিশ্বকাপের দল ঘোষণা বর্তমান চ্যাম্পিয়নদের

বিশ্বকাপ খেলতে পারবেন না জোফরা আরচার, এটা আগে থেকেই জানা ছিল। শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন আরেক বিধ্বংসী ব্যাটার এবং গত বিশ্বকাপে ইংলিশদের ওপেনিংয়ে অন্যতম ভরসা জেসন রয়ও।এর আগে ১৭ জনের দল ঘোষণা করেছিলো ইংলিশরা। সেখান থেকে ২জনকে বাদ দিয়ে এবার ১৫ সদস্যের দল ঘোষণা করলো তারা। জোফরা আরচারের সঙ্গে গত বিশ্বকাপজয়ী দলের জেসন রয়ও বাদ পড়লেন এবারের দল থেকে। গত বিশ্বকাপের আরেক তারকা তো আগেই অবসর নিয়েছিলেন। তিনি ছিলেন অধিনায়ক ইয়ন মরগ্যান।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকসও। তবে, বিশ্বকাপের আগ মুহূর্তে তিনি আবার অবসর ভেঙে ফিরে এসেছেন। যার ফলে বিশ্বকাপের দলে রয়েছে স্টোকসের নামও।১৭ জনের দলে থেকেও প্রথমে বাদ পড়েছিলেন হ্যারি ব্রুক; কিন্তু পিঠের ইনজুরির কারণে জেসন রয় ছিটকে পড়ার কারণে ব্রুককে দলে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি জেসন রয়। তবে সামনে আয়ারল্যান্ড সিরিজ রয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে চূড়ান্ত দলে ঢুকতে পারবেন তিনি। কারণ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে।

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৪ বলে ১৮২ রান করেছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে যা সর্বাধিক ব্যক্তিগত রান। অবসর ভেঙে ফিরে এসেই ছন্দে রয়েছেন স্টোকস। তবে বিশ্বকাপে বল করবেন না তিনি। চূড়ান্ত দলে জায়গা পাকা করেছেন ডেভিড মালানও, যিনি নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান করেছেন।

ইংল্যান্ডের দলে পেস বোলার রয়েছেন বেশ কয়েকজন। স্যাম কারান, রিসি টপলি, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস রয়েছেন। দলে চমক পেসার গাস অ্যাটকিনসন, যিনি এর আগে মাত্র তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন। স্পিনার হলেন আদিল রশিদ এবং মইন আলি।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল

জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, রিসি টপলি, মার্ক উড এবং গাস অ্যাটকিনসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments