এস এম আলম, ৯ নভেম্বর: পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে এ উপলক্ষে সকালে স্কয়ার পরিবারের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পন্যের গুনগত মান নিয়ন্ত্রন বিষয়ক সচেতনতা মুলক আলোচনা সভা। সভায় বক্তব্য দেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চীফ ফিন্যান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক মহাব্যবস্থাপক মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সহকারী-মহাব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, উৎপাদন বিভাগের এজিএম আব্দুল হালিম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যাবস্থাপক হারুন-অর-রশিদ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের এইচ আর বিভাগের সিনিয়র এক্সজিকিউটিভ শিবলী শরীফ। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল কোয়ালিটি শ্লোগান প্রতিযোগিতা, লিফলেট বিতরন ও ব্যানার ফেস্টুন প্রদর্শন। পরে দুই প্লান্টের ৬ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।
পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে পালিত
RELATED ARTICLES