এস এম আলম, ১৪ নভেম্বর: পাবনায় প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ৩৫ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং তিনটি সাব রেজিস্ট্রি অফিস ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে পাবনার এসব অবকাঠামো উদ্বোধন করেন। এসময় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন থেকে যুক্ত হন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী এফ এম জাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মন্ডল সহ জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

