এস এম আলম, ১৪ নভেম্বর: পাবনায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা জেলা রেজিস্ট্রার ভবন উদ্বোধন করা হয়েছে। বিকেলে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ভবনটি উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সাধারণ মানুষকে সহজলভ্য সেবা দিতে সরকারি দপ্তরগুলোকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে বলে এসময় জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা রেজিস্ট্রার দীপক কুমার মন্ডল, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী এফ এম জাহিদুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা, সদর সাব রেজিস্ট্রার ইউসুফ আলী, বেড়া সাব রেজিস্ট্রার ইশরাত জাহান, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ সহ সাংবাদিকবৃন্দ।

