Homeজাতীয়রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিলো তুরস্ক

রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিলো তুরস্ক

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক সরকার। জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য এ অ্যাম্বুলেন্স দেওয়া হয়।তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুজন রোগী ও ১৫ যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকার ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments