এস এম আলম, ৬ ফেব্রুয়ারি: পাবনায় জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেনারেল হাসপাতালে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বিএসএমএমইউ ডা: ফওজিয়া হোসেন। তিনি জরায়ুমুখের ক্যান্সারের সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে কথা বলেন। সদস্য, ওজিএসবি, পাবনা শাখার সাথে অতিথি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে ছাত্রীদের এই বিষয়ে সচেতন করেন এবং জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধে উপযুক্ত সময়ে ভাক্সিন নিতে উদবুদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওজিএসবি পাবনা ডা: শাহিন ফেরদৌস, ডা: হাসনাত জাহান, ডা: মঞ্জুরা রহমান, ডা: আসমা খান, ডা: সাবেরা সুলতানা, ডা: শিউলি সাহা, ডা: জান্নাতুন লতা, ডা: অভি, ডা: ফাতেমা মাসুর ও জেনারেল হাসপাতালের ভায়া ও কল্পোসকপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পাবনায় জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধ বিষয়ে সচেতনতামুলক সভা
RELATED ARTICLES