Homeজেলা সংবাদ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে সমাজকল্যাণমূলক কাজে মনোনিবেশ করতে হবে।

শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করা, সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা এবং বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং সহপাঠিদেরকে ভালোবাসতে হবে। দেশ ও সমাজ বিরোধী কোন কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। তথ্য-প্রয়ুক্তির ইতিবাচক দিক গ্রহন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে দক্ষ করে তুলতে হবে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও মরহুম সোনা মিযা চৌধুরী প্রতিষ্ঠিত বরকল এস, জেড উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র উদ্যোগে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ ‘র আহবায়ক আজগর হোসেন চৌধুরী’র সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক এম,আনছারুল হকের সঞ্চলানায় গত ১০ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাং ফরহাদ হোসেন, ম্যানেজিং কমিটির সন্মানিত সদস্য খোরশেদুল আলম, সিনিয়ার শিক্ষক আবু ইউছুপ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক টিপু সুলতান, শামীমা আকতার, প্রাশিপ এর অন্যতম উদ্যেক্তা ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রাশিপ ‘র যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল বশর সিকদার,আমিনুল হক রাশেদ, সালাউদ্দিন সুমন, সাফায়েত হোসেন।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রাশিপ’র সদস্য লোকমান হাকিম, আহসান উদ্দিন মেশকাত, জোবায়ের হোসেন,শাকিল আহমেদ, মামুন,সিপাত, তানবির এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়াত হোসেন, সিপাত,নিপা শীল ও উন্মে আয়মন প্রমুখ। এখানে উল্লেখ্য যে, গত ১ মাস ধরে অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে কোচিং সহায়তা ও মডেল টেষ্ট’র ব্যবস্থা করা হয়। মডেল টেষ্টে তিনিটি বিভাগ থেকে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন এবং সব গ্রুপ থেকে সবচেয়ে বেশী নম্বর পাওয়া শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকগন এবং সর্বোপরি যে সকল প্রাক্তন শিক্ষার্থী সম্পৃক্ত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments