এস এম আলম, ২০ ফেব্রুয়ারি: পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, শিক্ষক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা
RELATED ARTICLES