এস এম আলম, ৮ জুন: পাবনায় শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ-২০২৪। সকালে সদর উপজেলা ভুমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সাব রেজিস্টার ইউসুফ আলী, সহকারি কমিশনার ভুমি রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। সভায় ভুমি কর্মকর্তারা জানান, ভুমি সেবা ডিজিটালাইজড করার কারনে এ সেক্টরে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম অনেকাংশ রোধ হয়েছে। মানুষ রে বসেই পাচ্ছে ভুমি সেবা।