এস এম আলম, ২৩ জুন: পাবনায় উৎসবমুখোর পরিবেশ ও বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে জেলা দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারন ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এম পি এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। হাতি, ঘোড়ার গাড়ি জাতির পিতা ও শেখ হাসিনার ছবি সম্বলিত বিশাল বিশাল ব্যানার ও ফেস্টুন শোভাযাত্রায় যোগ করে নতুন মাত্রা। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য দেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

