এস এম আলম, ২৭ ফেব্রুয়ারি: পাবনায় একটি মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, গত ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারী জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী মো: আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইণ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এজাহারকারী এস.আই মোঃ জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মোঃ মামুন অর রশিদ, এ.এস.আই মোঃ আমিনুর রহমান, কনস্টেবল-৮৯৫ মোঃ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ(৩০), পিতা- মোঃ সিদ্দিক, সাং- মন্দিরপুর (বারেক নেতার বাড়ির সামনে), থানা- পাবনা সদর, জেলা- পাবনা এর দখল হতে উদ্ধারকৃত জেলা গোয়েন্দা শাখা, পাবনা এর সাধারণ ডায়রী নং-৩১, তারিখ ০৪/০২/২০২৪ ইং মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিকাল ১৬.২০ পাবনা সদর থানাধথীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইলাম @ চান্দু প্রাং এর বসত বাড়ির ভিতরে আসামির নিজ হেফাজতে পাবনা জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম @ চান্দু প্রাং এর বসত বাড়ির উঠানের উপর হতে ০৪/০২/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ১৬.৩৫ টায় উপস্থিত হয়ে আসামী-১। মোঃ আরিফ (৩০) এর দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের ডান পকেট হতে ৩০(ত্রিশ) গ্রাম হোরোইন ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ০৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টিবেলর ৮(গ) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ২৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামীর উভয় দন্ড একত্রে কার্যকর হবে।
