Homeজেলা সংবাদপাবনায় মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা...

পাবনায় মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ

এস এম আলম, ২৭ ফেব্রুয়ারি: পাবনায় একটি মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, গত ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারী জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী মো: আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইণ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এজাহারকারী এস.আই মোঃ জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মোঃ মামুন অর রশিদ, এ.এস.আই মোঃ আমিনুর রহমান, কনস্টেবল-৮৯৫ মোঃ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ(৩০), পিতা- মোঃ সিদ্দিক, সাং- মন্দিরপুর (বারেক নেতার বাড়ির সামনে), থানা- পাবনা সদর, জেলা- পাবনা এর দখল হতে উদ্ধারকৃত জেলা গোয়েন্দা শাখা, পাবনা এর সাধারণ ডায়রী নং-৩১, তারিখ ০৪/০২/২০২৪ ইং মূলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিকাল ১৬.২০ পাবনা সদর থানাধথীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইলাম @ চান্দু প্রাং এর বসত বাড়ির ভিতরে আসামির নিজ হেফাজতে পাবনা জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড কবিরপুর গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম @ চান্দু প্রাং এর বসত বাড়ির উঠানের উপর হতে ০৪/০২/২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ১৬.৩৫ টায় উপস্থিত হয়ে আসামী-১। মোঃ আরিফ (৩০) এর দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের ডান পকেট হতে ৩০(ত্রিশ) গ্রাম হোরোইন ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ০৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টিবেলর ৮(গ) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ২৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত পূর্বক ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামীর উভয় দন্ড একত্রে কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments