এস এম আলম, ৭ জুলাই: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনার প্যাথলজি বিভাগ নতুন ভাবে সাজানো হয়েছে। পূর্বে একটি কক্ষের মধ্যে প্যাথলজি বিভাগ ছিল। বর্তমানে সেটিকে আলাদা ভাবে কয়েকটি কক্ষে সুসজ্জিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্যাম্পল কালেকশন রুম, রিপোর্ট ডেলিভারি রুম এবং বায়োক্যামিকেল পরীক্ষার জন্য পৃথক ২ টি রুমের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকটি পরীক্ষা আরোও নিখুত এবং দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। উল্লেখ্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা জেলার একমাত্র রেফারাল হাসপাতাল যেখানে প্রতিদিন বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, জরুরী বিভাগে প্রায় ৩০০০ রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এই প্রক্রিয়াকে আরোও বেগবান করার লক্ষ্যে অত্র হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান এর উদ্দ্যেগে প্যাথলজি বিভাগটিকে সুসজ্জিত করা হয়েছে। উক্ত কাজটিতে সহযোগিতা করেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সালেহ মুহাম্মদ আলী এবং প্রশাসনিক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান সহকারী কাম হসাব রক্ষক সনোজিত কুমার দাস, প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ জাহিদুল হক এবং স্থানান্তর অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অত্র হাসপাতালের আরএমও ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্যাথলজি বিভাগ নতুন ভাবে সাজানো হয়েছে
RELATED ARTICLES