এস এম আলম, ৮ জুলাই: পাবনায় শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট। বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বেড়া সরকারি স্কুল এন্ড কলেজ ২-০ গোলে দোগাছি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বেড়া কলেজের সেতু, সেরা গোলদাতা হন ভাক্সগুড়া কলেজের আকাশ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। যুব ও ক্রীড়া মন্ত্রলয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্ণামেন্টে জেলার ৯ উপজেলা থেকে ৯ টি কলেজ অংশ গ্রহণ করে।
