এস এম আলম, ১৫ জুলাই: পাবনার মধ্য শহর থেকে ফুটপাত দখলমুক্ত করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে চেম্বারের নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে শহরের আব্দুল হামিদ সড়ক, বেনিয়া পট্টি, হাজী মো: মোহসিন রোড, রুপকথার গলি, ইন্দারা পট্টি সহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় অভিযান চালিয়ে ফুটপাথ দখলকারী হকার সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের সেখান থেকে উঠিয়ে পুনর্বাসনের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সহ-সভাপতি ফুরকান আলী বিশ্বাস বাদশা, পরিচালক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু, পরিচালক জাহাঙ্গীর হোসেন, পরিচালক ফরিদুল ইসলাম ফরিদ, হাজী মার্কেটের সভাপতি আলহাজ্জ্ব আলমগীর হোসেন, ফল মার্কেটের সভাপতি জাকারিয়া হোসেন, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিন সুইট সহ স্থানীয় খুচরা ও পাইকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পাবনার মধ্য শহর থেকে ফুটপাত দখলমুক্ত করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
RELATED ARTICLES