এস এম আলম, ১৬ জুলাই: পাবনায় আন্ত:জেলা ডাকাত দলের মুলহোতা সহ ৮ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: আ: আহাদ বিপিএম পিপিএম (বার) জানান, গত ১০ জুলাই গভীর রাতে পাবনার সাথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে আতিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তিন ভরি সোনা সহ ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়নগঞ্জ, সাভার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরফে যদু ডাকাতসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে ১২ টি ডাকাতির মামলা রয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম বিপিএম (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত), ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন, এসআই(নিরস্ত্র) মাহমুদুর রহমান, মোঃ রিমন হোসেন পিপিএম সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
পাবনায় আন্ত:জেলা ডাকাত দলের মুলহোতা সহ ৮ সদস্য কে গ্রেফতার
RELATED ARTICLES