এস এম আলম, ১৬ অক্টোবর: পাবনা মাসুমবাজার সড়কের মাঝখানে বসছে নিয়মিত মাছবাজার । দৈনন্দিন ফুটপাতের মাঝখানে বাজারীরা তাদের নিত্যপন্যবিক্রয় সামগ্রী, মাছ বাজার এবং কাচাবাজার নিয়ে বিক্রয় চালিয়ে যাচ্ছেন। সড়কের মাঝখানে এভাবে নজিরবহিীন বাজার বসার ফলে স্বাভাবিক যান চলাচল ব্যহত হচ্ছ্ ।

এলাকাবাসীর দাবি অচিরেই সড়কের মাঝখানে যান চলাচলে ব্যঘাত সৃষ্টি না করে উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্যে নিদির্ষ্টি স্থানে বাজার প্রতিস্থাপন করে সুষ্ঠু যান চলাচল অব্যহত রাখা।