এস এম আলম, ১০ আগস্ট: দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে পাবনার শহীদ চত্বর থেকে শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সকালে শহরের বিভিন্ন সড়কের মোড়ে এমন চিত্র দেখা গেছে। ট্রাফিক ব্যবস্থাপনার করার সময় শিক্ষার্থীরা জানান, দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় আমরা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি এবং ট্রাফিক আইন মেনে চলা সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করছি।
পাবনায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থার কাজ করছেন শিক্ষার্থীরা
RELATED ARTICLES