এস এম আলম, ১১ আগস্ট: দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর ও ঘর বাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সকালে মধ্য শহরের ট্রাফিক মোড়ের শহীদ চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্রের সভাপতিত্বে আয়োজিত এক সমাবশে বক্তব্য দেন জেলা হিন্দু মহাজোটের আহবায়ক আশিষ কুমার বসাক, কার্য নির্বাহী সদস্য ডা. ঐশি ঘোষ ও পৌর পুঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীপংকর সরকার জিথু। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রভাস ঘোষ দুখু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কমল ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম জোয়াদ্দার, জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সহ সম্পাদক প্রদীপ জোয়াদ্দার, পাবনা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বলয় সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রঞ্জিত কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রমেষ ঘোষ সহ স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লা থেকে বিশাল বিশাল মিছিল এসে সমাবেশ স্থলে যোগ দেয়।
দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর ও ঘর বাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
RELATED ARTICLES