দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এজন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ছাত্র কেন্দ্রে (টিএসসি) চলেছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এ কার্যক্রম আজও চলবে। প্রথম দিনেই টিএসসিতে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা উঠেছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আগামীকালও (আজ) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। আজকের (বৃহস্পতিবার) নগদ অর্থ সংগ্রহ ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা।’রাতে বন্যাদুর্গতদের জন্য টিএসসিতে ত্রাণের বস্তা প্রস্তুত করতে দেখা গেছে।