এস এম আলম, ১৭ অক্টোবর: পাবনা আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা । বিকালে আটঘরিয়া গোড়রী চিকনাই নদীতে আটঘরিয়া গোড়রী নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন প্রধান অতিথি স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু,আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম , সাধারন সম্পাদক সৈকত আফরোজ, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব , জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক , , সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। নৌকা বাইচ প্রতিযোগিতায় পাবনা সিরাজগঞ্জ সহ মোট ১৮ টি বাইচ নৌকা । সাতদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।