এস এম আলম, ৩১ আগস্ট: পাবনা জেলায় বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মালিক সমিতির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মো: সেলিম। বক্তব্য দেন জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম্ আহবায়ক মো: হাফিজুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি আলাউদ্দিন আলাল। সভায় তারা জানান, সাত সদস্যের পুর্ণাঙ্গ এই কমিটি তিন বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছে। কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণের নাম – সভাপতি মো: সেলিম, সহ-সভাপতি মহসিন মল্লিক, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, যুগ্ম সম্পাদক ওমর শরিফ, অর্থ সম্পাদক মোকারম হোসেন রাজা, সড়ক সম্পাদক তারিক হাসান, কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম।
পাবনায় বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES