এস এম আলম, ১৭ অক্টোবরঃ মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ পাবনায় আরো ৭ জন মুক্তিযোদ্ধার নামে ৭টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা। সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ সাধন সড়কের উদ্বোধন করেন তার ছোট ভাই শাহনেওয়াজ স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক রেজা সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শরীফ সড়কের উদ্বোধন করেন তাঁর স্ত্রী নাজনিন ইসলাম চিনু। এভাবে পর্যায়ক্রমে পৃথক অনুষ্ঠানিকতায় উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব বাবলু সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা সড়ক, বীর মুক্তিযোদ্ধা বৈরাম খান সড়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাশু সড়কের। প্রতিটি সড়কের উদ্বোধন করেন সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের স্বজনেরা।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হাজী শরীফ, পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, ছাত্রনেতা শেখ রনিসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে পাবনা পৌরসভার উদ্যোগে ৭ জন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরন
RELATED ARTICLES