এস এম আলম, ৫ সেপ্টেম্বর:ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূ্র্ন হওয়ায় শহীদদের স্বরনে শহিদী মার্চ কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন পাবনা জেলার সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শহিদী মার্চ কর্মসুচির আওতায় মিছিল সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব হোসেন, বরকতুল্লাহ ফাহাদ সহ অন্যরা। বক্তারা পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ জাহিদ এবং মাহবুব নিলয়ের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেন। পাশাপাশি অবিলম্বে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে পাবনায় শহীদি মার্চ কর্মসূচি পালন
RELATED ARTICLES