এস এম আলম, ৯ সেপ্টেম্বর: উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর পাবনা এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পাবনা সদর উপজেলাস্থ পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাবনা সদর, পাবনা। মোবাইল কোর্ট পরিচালনা কালে এসআই সাইদুর রহমান, নৌ পুলিশ, নাজিরগঞ্জ, পাবনা ও তার ওটা টিম এবং এসআই ইব্রাহিম খান, পাবনা সদর থানা, পাবনা ও তার টিম আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় দুটি ট্যাংকি বোর্ডসহ ০৭ (সাত) জনকে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কালে আটক করা হয়। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সিদ্দিরখালি মৌজার পদ্মা বিধৌত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত সাতজন ব্যক্তির প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পাবনা সদর উপজেলাস্থ পদ্মা নদীতে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনকারী গ্রেফতার
RELATED ARTICLES