ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। আনুষ্ঠনিকভাবে এই অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাই তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি।ব্লিঙ্কেন বলেন, রাশিয়া এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি চালান গ্রহণ করেছে, যা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে।এই অস্ত্র পাওয়ার পর রাশিয়া ফ্রন্ট লাইন থেকে আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহার বাড়াতে সক্ষম হবে।যদিও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান।
সম্প্রতি ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধরত কোনো দেশের কাছে অস্ত্র সরবরাহ করাকে অমানবিক হিসেবে দেখে তেহরান।এদিকে শত্রুদের হাত থেকে দেশকে রক্ষায় পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।উন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক শক্তির বেপরোয়া আগ্রসরের কারণে বড় হুমকির মুখোমুখি তার দেশ।