ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড হয়েছে। দেশটিতে ২০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।এ নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড হলো। এর আগে ১৩ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ২২৩ মিয়িলন ডলার বেড়ে ৬৮৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার হয়েছিল।ব্যাংকটির সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, ফরেইন কারেন্সি অ্যাসেটস দুই বিলিয়ন ডলার বেড়ে ৬০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।তাছাড়া সোনার মজুত ৭২৬ মিলিয়ন টন বেড়ে ৬৩ দশমিক ৬ বিলিয়ন টনে দাঁড়িয়েছে। একই সময়ে এসডিআর ১২১ মিলিয়ন ডলার বেড়ে ১৮ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হয়েছে।মূলত নগদ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজারে হস্তক্ষেপ করে থাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বিশেষ করে রুপির পতন ঠেকাতে তারা ডলার বিক্রি করে থাকে।
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের রেকর্ড
RELATED ARTICLES