Homeজেলা সংবাদপাবনার রানা ইকো পাকের্ পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

পাবনার রানা ইকো পাকের্ পেপসোডেন্টের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

এস এম আলম, ১৮ অক্টোবর: এদেশের মানুষের দাঁত ও মুখের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পেপসোডেন্ট এবং পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট শুরু থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পেপসোডেন্টের উদ্যোগে বিকেলে পাবনার রানা ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ডেন্টাল ক্যাম্প। এ ক্যাম্পে ১২৫০ জন দন্ত রোগীকে দাঁতের ফ্রী চেক আপ করেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা মোঃ ইমরান বিশ্বাস, ডাঃ ডায়না বিশ্বাস এবং ডাঃ ইসরাইল বিশ্বাস। পরে দাঁতের চেকআপ করা সব রোগীকে পেপসোডেন্ট’র পক্ষ থেকে একটি করে টুথপেষ্ট ফ্রী দেওয়া হয়। এ ডেন্টাল ক্যাম্পে পেপসোডেন্ট এর প্রতিনিধি হিসাবে দায়িত্বে ছিলেন অন্তর সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments