Homeখেলাধুলা১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে দক্ষিণ আফ্রিকা

১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে দক্ষিণ আফ্রিকা

৬ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকাকে মধ্যাহ্নবিরতির আগেও অলআউট করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ২৪৩ রান করে লাঞ্চ বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের লিড এখন ১৩৭ রানের। উইকেটে আছেন কাইল ভেরেইনে ৭৭ রানে আর ডেন পিডট খেলছেন ৬ রান নিয়ে।আজ মঙ্গলবার ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এসময় তাদের লিড ছিল ৩৪ রানের।সপ্তম উইকেটের জুটিতে রান তুলেই যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কাইল ভেরেইনে ও উইয়ান মুলদার। কিছুতেই কিছু হচ্ছিলো না। দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসান চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে তাদের ১১৬ রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। শুধু জুটি ভাঙাই নয়, দুই বলে দুই উইকেট তুলে নেন টাইগার পেসার।

৬৫তম ওভারের পঞ্চম বলে ফিফটি হাঁকানো মুলদারকে স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ বানান হাসান। ডানহাতি টাইগার পেসারের বলে আউট হওয়ার আগে ১১২ বলে ৫৪ রান করেন মুলদার। পরের বলেই নতুন ব্যাটার কেশব মহারাজকে (১ বলে ০) বোল্ড করেন হাসান।নতুন ওভারের প্রথম বলে নতুন ব্যাটার ডেন পিট স্ট্রাইকে থাকায় হ্যাটট্রিকের সুযোগ ছিল হাসানের। তবে সেটা আর হয়নি।এর আগে গতকাল সোমবার প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments