এস এম আলম, ২২ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ আহম্মেদ, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, মোটরযান পরিদর্শক বিআরটিএ পাবনা সার্কেল এস এম ফরিদুর, সহকারী মোটরযান পরিদর্শক রেজাউল করিম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ, মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।
