এস এম আলম, ১৯ অক্টোবর: চলতি বাজেটে বিড়ির উপর ধার্যকৃত অতিরিক্ত শুল্ক ও ভ্যাট প্রত্যাহারসহ ৬ দফা দাবীতে পাবনায় জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহাসমাবেশ।সকালে স্থানীয় দোয়েল চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, বিড়ি মজদুর ইউনিয়নের পাবনা শাখার সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম, কে বাঙ্গালী, কার্যকারী সভাপতি আমিন উদ্দিন ,সাধারন সম্পাদক আব্দুর রহমান, জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম , জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহা, বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু , শামীম ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পাবনায় জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত
RELATED ARTICLES