Homeখেলাধুলা লেভারকুসেনকে উড়িয়ে দিলো লিভারপুল

 লেভারকুসেনকে উড়িয়ে দিলো লিভারপুল

লুইস দিয়াজের হ্যাটট্রিকে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৪ ম্যাচের সবগুলোতেই জয় পেল আর্নে স্লটের শিষ্যরা।চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে লিভারপুল ছাড়া শতভাগ জয়ের রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলার। ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। আজ ক্লাব বার্গের বিপক্ষে নিজেদের চতুর্থ খেলতে নামবে ভিলা।অ্যানফিল্ডে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ৪ ম্যাচে অলরেডদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে আছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।

মঙ্গলবার সবগুলো গোলই দ্বিতীয়ার্ধে করে লিভারপুল। ৬১ মিনিটে অচলাবস্থা ভাঙেন লুইস দিয়াজ। কার্টিস জোনসের নিখুঁত পাসে লেভারকুসেনের রক্ষণভাগের মাঝখান দিয়ে বল জালে জমা করেন কলম্বিয়ার তারকা।২ মিনিট পরই নেদারল্যান্ডস তারকা কোডি গাকফোর গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। মোহাম্মদ সালাহর ক্রস থেকে হেড করে লেভারুকুসেনের জাল কাঁপান তিনি। প্রথম অফসাইড ধরে নিয়ে গোল বাতিল করলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলাতে হয় রেফারিকে।

৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। সালাহর ক্রস থেকে গোলটি করেন এই ফরোয়ার্ড। এতে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।দিয়াজ হ্যাটট্রিক পূর্ণ করেন ৯২ মিনিটে। এতে লিভারপুলের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments